Sunday, April 23, 2017

Vowel(ভওয়েল) বা স্বরবর্ণ

যে সকল বর্ন অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের vowel বলে । ইংরেজি বর্ণমালায় 5 টি ভাওয়েল আছে ।
A E I O U

Alphabet (এলফাবেট) কি?

ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত 26 টি বর্ন বা লেটার কে একসাথে alphabet বলে।

আলফাবেট দুই প্রকার । যথা -
Vowel

Consonant

Letter বা বর্ন কি?

ধ্বনির লিখিত রূপ হল বর্ন। অর্থাৎ ধ্বনির মাধ্যমে আমরা ভাষাকে লিখিত রূপ দান করি।

ইংরেজি ভাষাতে 26 টি লেটার বা বর্ন রয়েছে।

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

English grammer কাকে বলে?

যে বই পড়ে আমরা ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে,লিখতে ,পড়তে শেখায় তাই হল ইংরেজি ভাষা। এককথায় ইংরেজি গ্রামার হল সেই বই যেখানে ইংরেজি ভাষা শেখার নিয়ম নীতি লেখা থাকে ।